সৌদি আরবের শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে রামায়ণ-মহাভারত Ahsan Habib Ahsan Habib প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১ শিক্ষার্থীদের পাঠক্রমে রামায়ণ-মহাভারতের কাহিনী যোগ করেছে সৌদি আরব। দেশটির নতুন শিক্ষানীতির অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নুফ আলমারবি (Nouf Almarwaai) নামের এক টুইটার ব্যবহারকারীর বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়া টুডেসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। ভারতের রাষ্ট্রীয়সম্মান পদ্মশ্রীজয়ী নুফ আলমারবি সৌদি আরবে থাকেন। সেখানে তার সন্তানের স্কুলে রামায়ণ-মহাভারত পড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। সন্তানের স্কুলের প্রশ্নপত্রের ছবিও দিয়েছেন টুইটারে। আগামী ২০৩০ সালের মধ্যে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজাতে চাইছে সৌদি আরব। তার অংশ হিসেবে বিভিন্ন দেশের সংস্কৃতি, জ্ঞানকে পাঠক্রমের অন্তভূক্ত করা হচ্ছে। আবশ্যিক করা হচ্ছে ইংরেজি ভাষাশিক্ষাও। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যাতে শিক্ষার্থীরা ছোট থেকেই ওয়াকিবহাল হয়, সেই কারণেই এই উদ্যোগ। সূত্রের খবর, রামায়ণ-মহাভারতই নয়, ভারতীয় সংস্কৃতির বিভিন্ন বিষয়েও পাঠ দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। তার মধ্যে থাকছে যোগচর্চা, আয়ুর্বেদের মতো প্রাচীন শিক্ষাও। সূত্র: হিন্দুস্থান টাইমস SHARES আন্তর্জাতিক বিষয়: