স্বর্ণের দামের রেকর্ড Abrar Atik Abrar Atik প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২২ বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এরই প্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত ০৩ মার্চ থেকে এই নতুন দাম কার্যকর হয়। বাজুস জানায়, ভাল মানের স্বর্ণের দাম র্নিধারণ করা হয়েছে প্রতি ভরি ৭৮ হাজার ২৬৫ টাকা । এছাড়া সব ধরনের স্বর্ণের দামও বাড়ানো হয়েছে । বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ১ মার্চ বৈঠক করে ঘোষণা দিয়ে দেশের বাজারে মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই হাজার ২১৬ টাকা থেকে তিন হাজার ২৬৫ টাকা পর্যন্ত। SHARES অর্থনীতি বিষয়: