সয়াবিন তেলের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২২ আমদানি ও উৎপাদন পর্যায়ে সয়াবিন তেলের ওপর থেকে ভ্যাট কমানোর পর দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার। আগের নির্ধারিত দরের চেয়ে লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম আট টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ছয় টাকা কমানো হয়েছে। গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে মিল ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠকে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বলেন, সয়বিন তেল এক লিটারের পেট বোতলের নতুন দাম ১৬০ টাকা এবং পাঁচ লিটার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩৬ টাকা লিটার। পাম তেলের দাম এখনও ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন, পাম তেলের বিষয়ে আমাদের আরও কিছু তথ্য ও হিসাব নিকাশের বিষয় আছে। আজ ২২ মার্চ মালিকদের সঙ্গে আমাদের একটা বৈঠক আছে। ওই বৈঠক শেষে পাম অয়েলের দাম নির্ধারণ করা হবে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বোতলজাত প্রতিলিটার সয়াবিন তেলের মূল্য ১৬৮ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৭৯৫ টাকা নির্ধারণ করেছিল। আর খোলা তেলের মূল্য নির্ধারণ করেছিল প্রতি লিটার ১৪৩ টাকা। এই দাম কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে বাণিজ্যসচিব বলেন, বাজারে এটি কার্যকর হতে আরও ৫-৭ দিন সময় লাগবে। বাজারে অতিরিক্ত দাম কমাতে সরকার তেলের আমদানি, বিপণন ও পরিশোধন পর্যায় থেকে ভ্যাটও কমায়। SHARES অর্থনীতি বিষয়: