১১ দেশে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ফ্লাই দুবাই Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ সংযুক্ত আরব আমিরাত সরকার যাতায়াত নিয়ন্ত্রণে বিধিনিষেধ শিথিল করায় ও বিমানবন্দরগুলো ফের চালু করার ঘোষণা দেওয়ায় ফ্লাই দুবাই ভারত ও পাকিস্তানের একাধিক শহরসহ কয়েকটি দেশে প্রত্যাবাসন ফ্লাইট শুরু করছে। দুবাই-ভিত্তিক স্বল্প ব্যয়ের বাহক ফ্লাই দুবাই শুক্রবার বলেছে যে, তারা আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে ১১ টি দেশের একাধিক শহরে বিশেষ প্রত্যাবাসন বিমান শুরু করবে। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, বুলগেরিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কিরগিজস্তান, রোমানিয়া, সার্বিয়া এবং ইউক্রেনের নাগরিকরা আজ থেকে ফ্লাইডুবাই ওয়েবসাইটে বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটে তাদের আসন বুক করতে পারবেন। SHARES পর্যটন বিষয়: