১ জুলাই থেকে পুনরায় বিমানবন্দর খুলছে মিসর Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ আগামী ১ জুলাই থেকে পুনরায় বিমানবন্দর খোলার সিদ্ধান্ত নিয়েছে মিসর। স্থানীয় সময় রোববার দেশটির বিমান পরিবহনমন্ত্রী মোহাম্মদ মানার কায়রোয় এক সংবাদ সম্মেলনে বলেন, যেসব দেশ তাদের আকাশসীমা খুলে দিয়েছে, প্রাথমিকভাবে কেবল সেসব দেশের সঙ্গেই ফ্লাইট চালু করা হবে। আমরা আশা করছি, এর মধ্য দিয়ে পুনরায় সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমও শুরু হবে। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রেক্ষাপটে মার্চ থেকে মিসরের বিমান পরিবহন বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে দেশটির পর্যটনের প্রধান আকর্ষণ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান, জাদুঘর ও হোটেল। এ অবস্থায় ১ জুলাই থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও শুধু তিনটি প্রশাসনিক অঞ্চলের সৈকত অবকাশ কেন্দ্রে পর্যটকদের আমন্ত্রণ জানানো হবে। এর মধ্যে অন্যতম হলো দক্ষিণ সিনাই ও মারসা মাতরুহ। এ বিষয়ে পর্যটন ও প্রত্নতত্ত্বমন্ত্রী খালেদ আল-আনানি বলেন, এই প্রশাসনিক অঞ্চলগুলো দেশের কেন্দ্র থেকে বেশ দূরে এবং এখানে ভাইরাসের সংক্রমণও কম। SHARES এভিয়েশন বিষয়: