২০২০ সালে দেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১৮৮, সীমান্তে বিএসএফের গুলিতে ৪৯ Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: 11:04 AM, January 1, 2021 ২০২০ সালে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৮৮ জন নিহত হয়েছেন। সদ্য বিদায়ী বছরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গুম ও অপহরণ হয়েছেন ৬ জন। ‘মানবাধিকার পরিস্থিতি-২০২০’ নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বছরের শেষ দিন অনুষ্ঠিত ওই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসক জানায়, বিদায়ী বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ২২২ জন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে কথিত বন্দুকযুদ্ধে ১৮৮ জন নিহত হয়েছেন। মাদকবিরোধী অভিযানে ১১২ জন আর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন ১১ জন। সেখানে আরও বলা হয়, ২০২০ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলি ও নির্যাতনে ৪৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। করোনা ভাইরাস মহামারির মধ্যে চিকিৎসা খাতে চরম অনিয়ম, ত্রুটিপূর্ণ করোনা পরীক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চড়া মূল্য মানুষকে ভুগিয়েছে বলেও আসক’র জরিপে উঠে আসে। SHARES প্রচ্ছদ বিষয়: