২ মে থেকে যাবে ৬ লাখ পরিবারে প্রধানমন্ত্রীর সহায়তার টাকা

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে দেশের নিম্নআয়ের ছয় লাখ পরিবার প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে দুই হাজার ৫১৫ টাকা করে অর্থসহায়তা পাচ্ছেন। আগামী ২ মে থেকে এ সহায়তা বিতরণ করা হবে। মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে তালিকাভুক্তদের হাতে টাকা পৌঁছে যাবে।

আজ বুধবার (২৮ এপ্রিল) ছয় লাখ পরিবারের জন্য ১৫০ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ের জন্য সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, গত বছর করোনায় ক্ষতিগ্রস্তদের আড়াই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। তাদের তথ্য ডাটাবেজে সংরক্ষিত আছে। গত বছর যারা টাকা পেয়েছিলেন, তারাই এ বছরও টাকা পাবেন। আগামী ২ মে থেকে ৬ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার ৫১৫ টাকা পাঠানো শুরু হবে। এর বাইরে নতুন করে শুধুমাত্র কৃষকদের জন্য ৫ হাজার টাকার অনুদানের যাচাই-বাছাইয়ের কাজটি করা হচ্ছে।