৩০ শহরে পুনরায় ফ্লাইট শুরু করেছে এমিরেটস এয়ারলাইন্স Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ এমিরেটস এয়ারলাইন্স দুবাই থেকে বাহরাইনে ফ্লাইট চালু করেছে। এমিরেটস এয়ারলাইন্স ৩০ টি শহরে ফ্লাইট পরিচালনা করছে, যা এশিয়া, ইউরোপ এবং আমেরিকার মধ্যে আকাশপথে যোগাযোগ স্থাপন করছে। আজ থেকে এমিরেটস নিম্নলিখিত গন্তব্যগুলিতে ফ্লাইট পরিচালনা শুরু করেছে- বাহরাইন, লন্ডন হিথ্রো, ম্যানচেস্টার, ফ্রাংকফুর্ট, প্যারিস, মিলান, মাদ্রিদ, জুরিখ, ভিএনা, আমস্টারডাম, কোপেনহেগেন, ডাব্লিন, নিউ ইয়র্ক জেএফকে, শিকাগো, টরন্টো, সিওল, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, জাকার্তা, তাইপেই, হংকং, পার্থ, ব্রিসবেন, সিডনি, করাচী, লাহোর, ইসলামাবাদ, মেলবোর্ন, ম্যানিলা ও টরন্টো। SHARES এভিয়েশন বিষয়: