৪৫ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ Abrar Atik Abrar Atik প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১ করোনাভাইরাস মহামারির মধ্যে যখন পৃথিবীর রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা নড়বড়ে তখন বাংলাদেশে প্রথমবারের মত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। বাংলাদেশ ব্যাংকের এ রিজার্ভ দিয়ে কমপক্ষে ১০ মাসের আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব। ব্যাংকাররা বলছেন, সংকটে পড়লে এ রিজার্ভ অর্থনীতির গতি ধরে রাখতে কাজে দেবে। আমদানি দায় মেটাতে সমস্যায় পড়তে হবে না। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান জানান, সোমবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। প্রতি ডলার ৮৫ টাকা হিসেবে বৈদেশিক মুদ্রায় রিজার্ভের পরিমাণ ৩ লাখ ৮৩ হাজার ৩৯২ কোটি টাকা। অর্থাৎ চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের অর্ধেকের বেশি। চলতি বছরে বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের পাশাপাশি জনগণের মাথাপিছু আয়ও বাড়ছে। SHARES অর্থনীতি বিষয়: