৫ শতাধিক মানুষের মাঝে সারাদিন মাস্ক বিতরণ : জোন এসএম সুলতান Admin Admin প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২১ জোন এসএম সুলতান এর আয়োজনে রোটার্যাক্ট ক্লাব অব গ্রীণ সিটির স্বাগতিকতায় অভয়নগর উপজেলার ৫ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে । সকালে নূরবাগ বাস স্ট্যান্ড থেকে উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে জোনের পক্ষে জোনাল সেক্রেটারি রোঃ রাহিদ হোসেন রুদ্র উপস্থিত ছিলেন। ক্লাব সভাপতি রোঃ মিনহাজুল ইসলাম এর নেতৃত্বে আয়োজন সঞ্চালনা করেন প্রোগ্রাম চেয়ারম্যান রোঃ মোঃ শাহিদুর রহমান। রোটার্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া এর সভাপতি রোঃ আকিব হোসেন গালিব, সাধারণ সম্পাদক রোঃ মুহাম্মদ উল্লাহ বিশ্বাস, যুগ্ন সচিব রোঃ আজগর আলী বিশ্বাস রোটার্যাক্ট ক্লাব অব গ্রীণ সিটির রোঃ মাসুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। করোনা মহামারীতে দেশের উন্নয়ন চাকা সচল রাখতে সরকার সিদ্ধান্ত মতে আজ দুপুর ১২ টা পর্যন্ত গণপরিবহন চলাচল শুরু হওয়ায় রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮১ বাংলাদেশ এর জোন এসএম সুলতান এই আয়োজন করে সচেতনতা সৃষ্টি করতে। বাস স্ট্যান্ড এ প্রতিটি বাসে উঠে সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করে এবং পাশাপাশি না বসতে অনুরোধ সহ মাস্ক দেন। এভাবে ১২ টার পর বাস চলাচল কমে গেলে নূ্রবাগ সহ হাসপাতাল রোড ধরে হেঁটে হেঁটে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করে এবং মাস্ক বিতরণ করে। SHARES প্রচ্ছদ বিষয়: