৬০ পৌরসভার নির্বাচন আজ

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

চলমান পৌরসভা নির্বাচনের ২য় ধাপে ৬০টি পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের দেওয়া তফসিল অনুযায়ী, ৬০ পৌরসভার মধ্যে ২৯টিতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আর বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে।

একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।