❝সুপ্তহাসি শিক্ষালয়❞র আয়োজনে অভয়নগরে নতুন কাপড়-খাদ্য পেল বাস্তহারা পরিবারের শিশুরা! lorem ipsum lorem ipsum প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২১ স্টাফ রিপোর্টার,অভয়নগর(যশোর): ঈদুল ফিতরকে কেন্দ্র করে অভয়নগরে আজ অসহায়,সুবিধাবঞ্চিত আর বাস্তহারা পরিবারের প্রায় ৫০ জন শিশুকে নতুন কাপড় ও খাদ্য দিয়েছে ❝সুপ্ত হাসি শিক্ষালয়❞। ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ❝সুপ্তহাসি শিক্ষালয় ❞।তারা স্টেশন কলোনীতে গড়ে ওঠা বস্তি এবং অসহায় পরিবারের প্রায় ৫০ জন শিশুকে নতুন কাপড় এবং খাদ্য প্রদান করে। উক্ত প্রোগ্রাম টি আজ বেলা ১১ টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল ৫ টা অব্দি।উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন উক্ত স্বেচ্ছাসেবী ধর্মী স্কুলটির অন্যতম সমন্বয়ক আছিয়া বেগম।আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মৌলি,গালিব,মাহিদ, মারুফা, অনীশা তরিকুল সহ আরো অনেকে। অনুষ্ঠানে শিশুদের পাশাপাশি খাদ্য পৌছে দেওয়া হয় আশেপাশের অন্যন্য অভাবী-অসহায় পরিবারের মাঝে।উল্লেখ্য যে স্কুলটির বয়স ছয় মাস পূর্ণ হলেও ইতঃমধ্যে যেমন খুশি আকো,হাতেখড়ি সহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচি গ্রহণের মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে অগ্রণী ভুমিকা পালন করছে। SHARES যশোর কর্ণার বিষয়: