অবশেষে মাঠে গড়াচ্ছে লা লীগা!

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুন ১, ২০২০

 করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পৃথিবীর সকল কার্যক্রমই থেমে ছিলো।  বাদ যায় নি ফুটবল ও।   তবে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। আর সেই সাথে সুখবর পেলো ফুটবল সমর্থকরাও।  স্থগিত হয়ে থাকা লা লিগা পুনরায় শুরু হচ্ছে আগামী ১১ জুন। আপাতত লা লিগা কর্তৃপক্ষ দুই রাউন্ডের সূচি দিয়েছে। সূচি অনুযায়ী বার্সেলোনার প্রথম ম্যাচ ১৩ জুন। রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ১৪ জুন।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে দ্বিতীয় লিগ হিসেবে লা লিগা মাঠে গড়াচ্ছে। এরই মধ্যে পুনরায় শুরু হয়েছে জার্মানির বুন্ডেসলিগার খেলা। ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ১৭ জুন। ২০ জুন শুরুর কথা ইতালির শীর্ষ লিগ সেরি-আ। এরই মাধ্যমে যেন এক প্রকার প্রাণই ফিরে আসলো কোটি কোটি ফুটবল সমর্থকদের হৃদয়ে।

লকডাউনের পর পুনরায় শুরু হতে যাওয়া স্প্যানিশ লা লিগায় মায়োর্কারের বিপক্ষে প্রথম খেলতে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। লিগ কমিটির ঘোষিত তারিখে তাদের ম্যাচ পড়েছে ১৩ জুন। পরের দিন রিয়াল মাদ্রিদ।

সূচি অনুযায়ী, রিয়াল ১৪ জুন খেলতে নামবে এইবারের বিপক্ষে।করোনার কারণে সেই ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে লা লিগা। শনিবার মায়োর্কারের বিপক্ষে বার্সাও একই সময়ে মাঠে নামবে। তবে রিয়ালের ম্যাচ আগে। রবিবার রাত সাড়ে এগারোটায় খেলবে দলটি।

লিগ সাময়িক স্থগিত হওয়ার সময় পয়েন্ট টেবিলে দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে ছিল বার্সা। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট।

২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। সমান ম্যাচ খেলা রিয়ালের ৫৬। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৪৭।

সব কিছু ঠিক থাকলে প্রায় এক মাসের ভেতর রিয়াল-বার্সাকে আরও ১১টি করে ম্যাচ খেলতে হবে। ১৯ জুলাইয়ের ভেতর লা-লিগা শেষ করে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে চিন্তা করতে হবে তাদের।

‘নতুন শুরুর’ প্রথম ম্যাচের পর বার্সা দ্বিতীয় ম্যাচ খেলবে নিজেদের দর্শকহীন মাঠে, লেগানেসের বিপক্ষে। ১৬ জুন।

রিয়াল মাদ্রিদেরও পরের ম্যাচটি নিজেদের মাঠে হওয়ার কথা। কিন্তু স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় ১৮ জুন দলটি আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে।

আয়োজকেরা প্রথম দুই রাউন্ডের এই শিডিউল ঘোষণা করলেও লিগ প্রধান হাভিয়ের তেবাস জানিয়েছেন, ১৯ জুলাই পর্যন্ত সপ্তাহের প্রতিদিন খেলা থাকবে।

ফ্রান্সের লিগ ওয়ানের বাকি খেলাগুলো বাতিল করে দিয়ে এরই মধ্যে পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।