অভয়নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লুকিয়ে চালিয়ে যাচ্ছে পরীক্ষা ও ক্লাস

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১

সারা বিশ্ব যখন করোনা মহামারীতে ঘরবন্দি। তখনও বাংলাদেশ এর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেরী হলেও শিক্ষা মন্ত্রী ডঃ দীপু মনি শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কোমলমতি শিক্ষার্থীদের মঙ্গলের জন্য। অটো পাশের মত কার্যক্রম নিয়ে নানা বাঁধা থাকলেও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীদের জীবন কে প্রাধান্য দিয়ে।‌‌ এদিকে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান লুকিয়ে বেতন আদায়ের কার্যক্রম এর সাথে প্রাইভেট চালাতে পাওয়া গেলেও। কিছু কিছু প্রতিষ্ঠান পরীক্ষা নিতে শুরু করে।‌‌ গেল বছরের শেষের দিকে শিক্ষার্থীদের বাড়িতে অনলাইন পরীক্ষা কার্যক্রম এর সাথে সরাসরি পরীক্ষা নিতে শিক্ষার্থীদের বাড়িতে শিক্ষকদের যাওয়ার ঘটনাও শোনা যায়। লকডাউনে সারা দেশ থমথমে অথচ কাঁধে ব্যাগ ভোরে উঠে যেতে দেখা যায়। সন্ধ্যার পরও পাওয়া যায়। গত ললকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হলেও কোন প্রতিষ্ঠান নিয়মিত ক্লাস করছে বলে শোনা গেলেও পরবর্তীতে অনলাইন ক্লাস নামে চালানো হলেও কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা কার্যক্রম শুরু করেছে বলে শোনা গেলে সাংবাদিকদের তৎপরতায় ওদিনেই পরীক্ষা স্থগিত করা হয়। প্রশাসনের তত্ত্বাবধায়নার মধ্যে থেকেও এমন অবস্থা দেখার পর না করার শর্তে ব্যবস্থা নেয়া হয়নি। তবে দুদিন পর আবারো শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে একাধিক শিক্ষার্থী ও পরীক্ষকের উপস্থিতিতে পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। যদিও এক সচেতন মহলের নজরদারিতে তারা লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠানে তালা পরার আশঙ্কায় করেছে বলে জানিয়েছে। কিন্তু দেশের ভেতরে বাইরে সবখানে একই অবস্থা।‌‌ সকল শিক্ষার্থীদের একই অবস্থা হওয়া সত্ত্বেও অভয়নগরের প্রশাসন কেন চুপ আছে নাকি তারা জানেনা এবিষয়ে সাংবাদিক মহল সহ প্রশাসনের প্রতি আহ্বান করছে সাধারণ জনগণ। সন্তানের ভবিষ্যৎ এর আগে জীবনকে প্রাধান্য দিয়ে শিক্ষা মন্ত্রী সহ দেশের আইন ব্যবস্থার উপর বিশ্বাস রাখুন। যদি ঘটনা সত্যি হয় এবং কারণ হিসেবে এক উঁচু শ্রেণীর হস্তক্ষেপ পাওয়া যায়, যদি প্রশাসন এবিষয়ে ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে সাংবাদিক মহলে চুপতি ভাঙবে বলে আশা করা হচ্ছে