অভয়নগরে জোনাল বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রীনল্যান্ড হবে নওয়াপাড়া

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২১

রোটার‌্যাক্ট জেলা সংগঠন ৩২৮১ এর রোটারিবর্ষ ২০২১-২২ এর আওতাধীন কপোতাক্ষ রিজিওন এর এসএম সুলতান জোন আয়োজনে গ্রীণল্যান্ড ২০২১ : জোনাল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন রোটার‌্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া। ৩০ শে জুলাই, ২০২১ বিকালে অভয়নগরের সরকারি নওয়াপাড়া কলেজ রোডে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। জোনাল সেক্রেটারি মোঃ রাহিদ হোসেন রুদ্র এর উপস্থিতিতে রোটার‌্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া এর সাধারণ সম্পাদক মোঃ মুহাম্মদ উল্লাহ বিশ্বাস এর দায়িত্বে এটি আয়োজন করা হয়। অতিথি হিসেবে জেলা সচিব রোঃ পিপি সৈয়দ আরাফাত হোসেন তাজ উপস্থিত ছিলেন। রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি করোনা পরিস্থিতিতে উপস্থিত থাকতে না পারলেও ফোনালাপে শুভেচ্ছা বিনিময় করেন। রোটার‌্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া এর সভাপতি রোঃ আকিব হোসেন গালিব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রোগাম চেয়ারম্যান রোঃ মুহাম্মদ উল্লাহ বিশ্বাস। রোটার‌্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া এর সাবেক সভাপতি রোঃ মাহাবুবুর রহমান তামিম, যুগ্ন সচিব রোঃ আজগর আলী বিশ্বাস, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস রোঃ সিয়াম হাসান মাহিন, রোঃ আনিশা, রোঃ নাজমুস সাকিব, রোটার‌্যাক্ট ক্লাব অব আরবান নওয়াপাড়া এর সভাপতি নির্বাচিত রোঃ ইজাজুল করিম ফাহাদ, ইন্টার‌্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া এর যুগ্ন সচিব ইন্টাঃ অক্ষর কর্মকর সহ আরো অনেক অতিথি উপস্থিত ছিলেন