অসহায় হতদরিদ্র ব্যক্তিদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৪০টি রিকশা প্রদান করে আল-খিদমাহ ফাউন্ডেশন

প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৩


এম কামরুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলায় অসহায় হতদরিদ্র অভাবগ্রস্থ ব্যক্তিদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৪০টি রিকশা প্রদান
করা হয়েছে।
বৃহস্পতিবার ৪টা মে তরুন উলামায়ে কেরাম ও যুবকদের সমন্বয়ে গঠিত আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামনগর আল-খিদমাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও আস-সুন্নাহ ফাউন্ডেশন এর সহযোগিতায় ৪০ জন অসহায় হতদরিদ্র অভাবগ্রস্থ ব্যক্তিদেরকে স্বাবলম্বীকরা লক্ষ্যে ৪০টি রিকশা প্রদান করাছে আল-খিদমাহ ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন আল-খিদমাহ ফাউন্ডেশনে উপদেষ্টা সদস্য শ্যামনগর ওলামা পরিষদের সভাপতি ও থানা মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল খালেক।শ্যামনগর আল-খিদমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক হাফেজ মোঃ মোখলেছুর রহমান,উপদেষ্টা সদস্য ড়াঃ আব্দুস সালাম, মোঃ আনিসুর রহমান আনিস প্রমুখ।
রিক্সা পাওয়া ব্যক্তিরা বলেন, আমার অসহায়ত্ব জীবনযাপন করছিলাম। এমন সময় আল-খিদমাহ ফাউন্ডেশনে নেতৃবৃন্দের সহযোগিতায় আমাদের একটি করে রিক্সা দিয়ে আমাদের প্রতিটা পরিবারের সদস্যদের জীবিকা অর্জনের ব্যবস্থা করেছে। তা আমার আল্লাহুর কাছে আমরা দোয়া করি আগামীতে যেন আমাদের মতন আরও অসহায়দের পাশে থাকার আল-খিদমাহ ফাউন্ডেশন তৌফিক দান করেন।