আগস্টে পর্যটন খাত চালু করবে শ্রীলংকা

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

আগামী আগস্টে মাসে পর্যটন খাত চালু করার কথা ভাবছে শ্রীলংকা। তবে তারা সীমিতসংখ্যক পর্যটক গ্রহণ করবে বলে নিশ্চিত করেছে এক সরকারি কর্মকর্তা। শ্রীলংকা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর চেয়ারপারসন কিমালি ফেরনান্দো স্থানীয় সানডে টাইমসের একটি প্রতিবেদনের কথা অস্বীকার করে বলেন, জুনের মাঝামাঝিতে পর্যটন খাত চালু হচ্ছে না।
বার্তা সংস্থা রয়টার্সকে এই সরকারি কর্মকর্তা বলেন, আগামী আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের সীমিতসংখ্যক পর্যটক গ্রহণ করা হবে এবং পর্যটকদের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুমোদিত পাঁচ তারকা হোটেলে অবস্থান করতে হবে। তিনি আরো বলেন, অনুমোদিত পর্যটকদের কভিড-১৯ মুক্ত আছেন, এ রকম সার্টিফিকেট বহন করতে হবে; যা সরকারি প্রতিষ্ঠান বা কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত হতে হবে।
এছাড়া বিমানবন্দরে পৌঁছেই নভেল করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। উল্লেখ্য, গত বছর ২০ লাখ পর্যটক আকর্ষণ করেছে ভারত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রটি। দেশটির মোট জিডিপির ১১ শতাংশ আসে পর্যটন খাত থেকে। কিন্তু চলতি বছরে বড় আকারের ধাক্কা খেল পর্যটন খাতটি।