“আগামীকাল থেকে ব্যাংক বন্ধ, টাকা উত্তোলনে ভিন্ন নিয়ম”।

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৪ এপ্রিল থেকে পরবর্তী সাত দিন সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সিদ্ধান্তের আওতায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে সরাসরি ব্যাংক অর্থ উত্তোলন বন্ধ হয়ে যাচ্ছে। নিত্যদিনের সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ হলে সাধারন আমানতকারী থেকে ব্যবসায়িক লেনদেনের কথা বিবেচনা এনে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে বিশেষ কিছু শাখা খোলা থাকবে। তবে সাধারণ আমানতকারীরা এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন এবং অনলাইন ব্যাংকিং সেবা পাবেন।

যেহেতু এটিএম কার্ড ব্যবহার ছাড়া নগদ অর্থ উত্তোলনের সুযোগ থাকছে না। তাই প্রতিটি ব্যাংকের বুথে পর্যপ্ত নগদ অর্থ সরবারাহের নির্দেশ রেখে অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।