আগোলঝাড়া পবিত্র ঈদুল ফিতর এর নামাজ সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মে ১, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি:-
শতভাগ মুসলিম গ্রাম তালার আগোলঝাড়ায় পবিত্র ঈদুল ফিতর এর নামাজের জামাত ঈদের দিন অর্থাৎ ৩ রা মে সকাল ৮ ঘটিকায় আগোলঝাড়া ঐতিহাসিক ঈদগাঁও ময়দানে অনুষ্ঠিত হবে ।
রবিবার ১মে এক প্রেস বিজ্ঞপ্তিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচী প্রকাশ করেছেন ঐতিহাসিক আগোলঝাড়া ঈদগাহ ময়দানে সভাপতি সাংবাদিক বি এম বাবলুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের একমাত্র শতভাগ মুসলিম গ্রাম তালার আগোলঝাড়া এই গ্রামে একটি ঈদগাহ ময়দান গ্রামের প্রায় দেড় হাজারের মত মুসুল্লিদের ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাঁও ময়দান শতভাগ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গ্রামের সকল মানুষ একত্রে ঈদের আনন্দ উপভোগ করতে এখানে সমবেত হয়।
সে কারণে আগামী ৩ রা মে সকাল ৮ টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। সকল মুসল্লিদের সকাল ৮ টার পূর্বেই ঈদগাহ ময়দানে হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়সূচি পরিবর্তন হতে পারে। উক্ত ঈদের নামাজের জামাতের ইমাম সাহেব হিসেবে থাকবেন মাওলানা শাহিনুর রহমান শেখ।