আদমদীঘিতে সালিশে কুপিয়ে হত্যা মামলার আসামী তহিদুল গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩


মোঃ আহসান হাবিব শিমুল (আদমদীঘি, বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে সালিশে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুক্তিযোদ্ধার সন্তান আমিনুর রহমানকে হত্যার ঘটনার ২০ দিন পর মামলার দুই নম্বর আসামী তহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জমি সংক্রান্ত বিরোধ সমাধান করে দেওয়ার নামে নেয়া চাঁদার দুই লাখ টাকার বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ২২ মার্চ রাতে শাহিন-তহিদুলের সালিশে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মসজিদ কমিটি, গভীর নলকূপ পরিচালনা ও সামাজিকসহ নানা বিষয়ে নেতৃত্ব দেওয়া নিয়ে দু’টি গ্রুপ রয়েছে। হত্যাকান্ডের ঘটনার দিন পর্যন্ত নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা শাহিন-তহিদুল গ্রুপ। তারা পলাতক থাকার সুযোগে ফের গ্রাম শাসনের নেতৃত্ব দিচ্ছেন সেদ্দা বাহিনীর প্রধান আব্দুল কাদের সেদ্দা। হত্যাকান্ডের শিকার আমিনুর রহমান নিজ গ্রপের (শাহিন-তহিদুল) হলেও সে বীর মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার কারনে তার হত্যা নিয়ে আইন শৃংখলা বাহিনী ছিল প্রচন্ড চাপে। ঘটনার পরই এজাহার নামীয় তিন আসামী গ্রেপ্তার করলেও মামলার প্রধান দুই আসামীকে গ্রেপ্তার করতে না পারায় চাপ মুক্ত হতে পারছিল না পুলিশসহ আইন শৃংখলা বাহিনী। এমন অবস্থায় র‍্যাব-১১/১২ যৌথ অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাধবদী এলাকা থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আসামী তহিদুলকে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে। খবর পেয়ে থানায় ছুটে আসেন নিহত আমিনুরের স্ত্রী রুকসানা বেগম। ক্ষুব্ধ রুকসানা চড়াও হয় আসামী তহিদুলের উপড়। শুরু করে এলোপাতারি চড় থাপ্পড়। তাৎক্ষণিক পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।