আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে কুয়েত

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

করোনাভাইরাসের সংকটের মধ্যেই কুয়েত আন্তর্জাতিক ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে।

দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ সরকার বরাবর একটি প্রস্তাবনা পেশ করবে। প্রাথমিকভাবে তাদের পরিকল্পনা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু বাণিজ্যিক ফ্লাইট চালু করা।

কুয়েতের বেসামরিক বিমান কর্তৃপক্ষের প্রধান সালমান আল-সাবাহ বলেন, বেসামরিক বিমান কর্তৃপক্ষ ও অন্যান্য আন্তর্জাতিক বিমান সেবার সব নিয়ম অনুসরণ করেই পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, এই সম্পর্কিত একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করবে। আন্তর্জাতিক নিরাপত্তার সঙ্গে এই পরিকল্পনা সামঞ্জস্য হয় কি না তাও খতিয়ে দেখবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব সরকারের কাছে অনুমোদনের জন্য এই প্রস্তাবনা পেশ করবো কি করবো না।

তবে বাণিজ্যিক ফ্লাইট কবে থেকে চালু করার পরিকল্পনা করা হচ্ছে তা জানা যায়নি। তাছাড়া সরকারের কাছে এ বিষয়ে তবে নাগাদ প্রস্তাব উত্থাপন করা হবে সে সম্পর্কেও কিছু জানা যায়নি।