৩৩ যাত্রী নিয়ে ঢাকা আসে ২৭৪ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে ফ্লাইটিটি

আন্তর্জাতিক রুটে কাতার এয়ার ওয়েজের প্রথম সিডিউল ফ্লাইট ২৭৪ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে রাতে

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

আন্তর্জাতিক রুট উন্মুক্ত হওয়ার পর কাতার এয়ারওয়েজের প্রথম সিডিউল ফ্লাইট ঢাকায় এসে পৌছেছে। ফ্লাইটটি সোমবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার সিডিউল থাকলেও প্রায় ১৫ মিনিট আগে ১টা ৫৮ মিনিটে ঢাকায় পৌছে। ফ্লাইটটি ৩৩ জন যাত্রী নিয়ে আসে।

পরে ফ্লাইটটি ভোর রাত ৪টা ২৫ মিনিটে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। প্রথম দিনের ফ্লাইটে কাতার গেছে ২৭৪ জন পেসিঞ্জার। সিভিল এভিয়েশনের জনসংযোগ কমকর্তা সোহেল কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস পরিস্তিতিতে দীর্ঘ আড়াই মাসের বেশি বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে যুক্তরাজ্য ও কাতারে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২১ জুন থেকে লন্ডন ফ্লাইট চলাচল শুরু করবে। তবে কাতার এয়ারওয়েজ ঢাকা–দোহার রুটে ফ্লাইট আজই চালু করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, যুক্তরাজ্যে বিমান লন্ডন ম্যানচেস্টার রুটে সপ্তাহের সাত দিনই ফ্লাইট পরিচালনা করত। তবে আপাতত ম্যানচেস্টারে যাবে না বিমান। লন্ডনে প্রতি সপ্তাহে ঢাকা থেকে একটি করে ফ্লাইট যাবে। বেবিচকের অনুমতি পাওয়ার পর ২১ জুন থেকে লন্ডন রুটে বিমানের ফ্লাইট চলবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার দিবাগত রাতেই কাতার এয়ারওয়েজের ফ্লাইট ঢাকায় আসে। তাদের প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তবে কাতার এয়ারওয়েজের ট্রানজিট যাত্রীরা কেবল চলাচল করতে পারবেন। অন্যদিকে যুক্তরাজ্যে কেবল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলতে পারবে।কাল থেকে চালু হচ্ছে কাতার এয়ারওয়েজ ঢাকা–দোহার রুটে ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।