আবারও বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

আবারও বৈশ্বিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি ব্যারেল তেলের দাম ৩ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের পর ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে এমন আশঙ্কার মুখে এই দাম বৃদ্ধির খবর এলো।

অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১১ডলারে। চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে রাশিয়ার ওপর কী কী বিষয়ে নিষেধাজ্ঞা এবং শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনার চলাকালেই তেলের এই মূল্যবৃদ্ধি ঘটল।

তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার এখন রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে বিশেষজ্ঞদের ধারণা, ইউরোপীয় ইউনিয়নের তেলের চাহিদা পূরণের বিকল্প উৎস নিশ্চিত না করে রাশিয়ার তেল আমদানি বন্ধ করবে না।