”আমি তোমাদেরই একজন’’-আবু সাঈদ

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১

আমি তোমাদেরই একজন
আবু সাঈদ

আমি নেতা হবো, মহামানব হবো ;
আমি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হবো।
এদেশের বুকে জন্মেছে হাজারো বীর সন্তান
জাতির জনকের জায়গায় তোমারই নাম।

আমি কবি হবো,আমি বিদ্রোহী হবো;
আমি কাজী নজরুল ইসলাম হবো
কতো কবি লেখেছে গান,ফেলেছো কতো অশ্রুজল
তবে জননীর আর্শীবাদে ভেঙেছিলে শাসকের লৌহশিকল।

আমি পথিক হবো,আমি বিঙ্গানী হবো;
আমি জগদীশ চন্দ্র বসু হবো।
তুমি বুঝেছিলে বৃক্ষের অন্তর ব্যাথা
তোমার ছোয়ায় স্পন্দন হয় সর্বদা।

আমি বাউল হবো,আমি লোকসংগীত গাইবো;
আমি মর্মের কবি হাসোন রাজা হবো।
হাজার বছরের পুরনো গীতিকথা
সুর দিয়ে খোদাই করেছো যে সদা।

আমি চিত্রকর হবো,শুন্যের বুকে ক্যানভাস আঁঁকবো
আমি শিল্পচার্য জয়নাল আবেদীন হবো;
মানুষের আনান্দ-বেদনা আশ্রুগাথা
তুলির আঁঁচড়ে বলেছ অন্তরের গল্পকথাও।

আমি সন্ন্যাসী স্বামী,আমিসাধক হব ;
আমি ফকির লালন শাহ হবো
যুগে যুগে জাতিতে ধর্মে বর্ণে গোত্রে
বিভেদ করেছে কতো মহাজন
তুমি মানব ধর্মে মিটিয়ে দিলে সব বিভাজন

আমি সংগ্রামী হবো আমি বিপ্লবী হবো;
আমি নেতাজি সুভাষচন্দ্র বোস হবো।
জীর্ণ বাঙালি দাস ছিলো,সাদা ভিনদেশিদের রাজ ছিলো
অনার্য বাঙালিরা রক্ত দিল পরাধীনতার শিকলে মুক্ত হলো

আমি দিগন্ত হবো,আমি শিক্ষার মশাল জ্বালাবো;
আমি আলোর দিশারী বেগম রোকেয়া হবো।
কত কত মেয়েরা পড়েছিল গৃহকোণে,
তুমি তাদের ঠাঁই দিলে মুক্তাঙ্গনে।

আমি জনতা হবো আমি কৃষকের কন্ঠঠস্বর হবো;
আমি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী হবো
হাজারো নেতা আওড়েছে কতো বুলি
তোমার মত করে জাগাতে পারেনি কৃষকের চেতনার খুলি।