আর্মেনীয় ‘গণহত্যার’ স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানীয়দের হাতে বিপুলসংখ্যক আর্মেনীয় নাগরিকের মৃত্যুর ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ।বিলটি পাশ হওয়ার একদিন আগে এরদোগানের সাথে ফোনালাপে এ বিষয়ে আবাস দেন বাইডেন।

বেশ কয়েকবছর ধরে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েন চলছে। এর মধ্যে এ ঘটনা যেন তা আরও বাড়িয়েই দিলো।

আর্মেনিয়ার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু মার্কিন কংগ্রেসের এ ভোটের ফলকে খারিজ করে দিয়েছেন।

প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনীয়রা ওই হত্যাযজ্ঞে অন্তত ১৫ লাখ লোকের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও তুরস্কের অনুমান মৃতের সংখ্যা এর এক-পঞ্চমাংশ। এ বিষয়ে ইতিহাসবিদেরই নানারকম মতভেদ রয়েছে।