আহার ফাউন্ডেশনের ইফতার বিতরণ অব্যহত থাকবে : প্রতিষ্ঠাতা ইন্টার‌্যাক্টর নাসিব হাসান খান

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

সোমবার বিকেলে শহরের বাদশাহ ফয়সাল স্কুলের সামনে ইফতার প্যাকেট রেখে দিয়েছে যশোরের স্বেচ্ছাসবী সংগঠনের মধ্যে প্রথম সারিতে থাকা আহার ফাউন্ডেশন। যে যার মত সেই ইফতার নিয়ে খুশি হয়েছেন। এতে করে রোজাদারদের কারো কাছে হাতপেতে ইফতার নিতে হয়নি অন্যদিকে করোনাকালীন সময় কোনো ধরণের জনসমগম ছাড়াই সামাজিক দুরত্ব মেনেই যে যার মত ইফতারী হাতে পেয়েছেন। এ কর্মসূচীতে অংশ নেন সংগঠনের সভাপতি জাহিদ হাসান, সহ সভাপতি জুবায়ের হোসেন অভি, সহ সাধারণ সম্পাদক ইন্টাঃ সামিউল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক খন্দকার জায়েদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শেখ সাব্বির হোসেন আলিফ, প্রচার সম্পাদক তাহসিন যুবাইদ খান, কোষাধ্যক্ষ নাহিদ জামান, দপ্তর সম্পাদক জোনায়েদুজ্জামান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাসনীম সরকার মুমু, নারী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান অর্পণ, সদস্য সচিব তানভীর ইসলাম নিলয়, নির্বাহী সদস্য সানজিদ হাসান অনিক, আব্দুল্লাহ আল সিয়াম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেজবাউর রহমান রামিম। তিনি ইন্টার‌্যাক্ট ক্লাব অব যশোর মিডসিটি এর প্রতিষ্ঠাতা সভাপতি। এসময় তারা দেরশো’ প্যাকেট ইফতার বিতরণ করেছেন বলে জানিয়েছেন নেতুবৃন্দ। উল্লেখ, প্রতিবছরই তারা ইফতার বিতরণ কর্মসূচী পালন করা হয়। তবে এবার ইফতার বিতরণের প্রক্রিয়াটা ছিল কিছুটা ব্যতিক্রম। এছাড়া করোনাকালীন সময় কর্মহীন মানুষদের পাশে দাড়িয়ে সংগঠনটি সুনাম কুড়িয়েছে। আগামীতেও তাদের এ ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দের পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি ইন্টাঃ নাসিব হাসান খান। আগামীতে সহযোগিতা পেলে অব্যহত চলবে কার্যক্রম। রমজান মাসের পর ক্ষুধার্তদের বিরুদ্ধে এগিয়ে আসবেও বলে কথা দিয়েছেন

আহার ফাউন্ডেশনের ১৫০ জন রোজাদারদের মধ্যে ইফতার