ইউক্রেনকে ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২২
A MQ-9 Reaper flies above Creech Air Force Base, Nev., during a local training mission June 9, 2009. The 42nd Attack Squadron at Creech AFB operates the MQ-9. (U.S. Air Force photo/Paul Ridgeway)

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সরাসরি সেনা বা বিমান না পাঠালেঔ যুদ্ধ সরঞ্জাম দিয়ে পাশে দাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার অংশ হিসেবে ইউক্রেইনকে ১০০টি ‘কিলার ড্রোন’ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

পরিচয় না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওই কর্মকর্তারা জানিয়েছেন, যে অস্ত্র পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে তা হচ্ছে সুইচব্লেড ৩০০। ব্যাগপ্যাকে বহন করার মতো ছোট এই মারণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের বাহিনীগুলোতে ‘কামাকাজি ড্রোন’ হিসেবে পরিচিত।

ছোট, সহজে বহনযোগ্য, তথাকথিত এই কামাকাজি ড্রোনগুলো নিজেই একটি ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে। এর সামনের অংশে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যস্থলে আঘাত করে এটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

যুক্তরাষ্ট্রের এয়ারোভায়রনমেন্ট কোম্পানির উৎপাদিত এসব ড্রোনের সবচেয়ে ছোট সংস্করটিও ৬ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে কোম্পানিটির দেওয়া তথ্যে জানা গেছে।