ইউক্রেনে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২২

মাস গড়ালেও ইউক্রেনে রাশিয়ার হামলা থামার কোন লক্ষ্যই দেখা যাচ্ছে না।একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের লাভিভ শহরের আন্তর্জাতিক বিমান বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।কৃষ্ণ সাগর থেকে রাশিয়া ছয়টি ক্রুজ মিসাইল ছুঁড়েছিল।

এর মধ্যে দুটি মিসাইল ইউক্রেনে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করতে সক্ষম হয়। এর মানে হলো চারটি মিসাইল লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে। এই হামলার আগে লাভিভ শহরে অনেকক্ষণ ধরে বিমান হামলার সাইরেন বাজছিল। এর পরপরই বেশ কয়েকটি বিস্ফোরণে শব্দ শোনা যায়।

লাভিভ বিমানবন্দরটি ইউক্রেনের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। পোল্যান্ডের সীমান্ত থেকে এটি ৭০ কিলোমিটার দূরে।