ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসছেন বাইডেন ও শি জিংপিং

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

অবশেষে ইউক্রেন ও রাশিয়া ইস্যুতে আলোচনার টেবিলে বসছে আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্ট। আগামী ১৮ মার্চ শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধ ও পারস্পরিক দেশের উদ্বেগের বিষয় নিয়ে এই দুই নেতার মধ্যে আলোচনা হবে। হোয়াইট হাউজের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে এখন পর্যন্ত চীন নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। দেশটি পূর্ব ইউরোপে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সম্প্রসারণে উত্তেজনা বেড়েছে বলে অভিযোগ তুলে।

তবে ইউক্রেনে আগ্রাসনে কারো পক্ষ নিতে অস্বীকৃতি জানিয়েছে চীন