ইউরোপীয় পর্যটকদের জন্য প্রবেশদ্বার খুলছে ইতালি

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

করোনাভাইরাস মহামারীর ফলে প্রায় তিন মাসের লকডাউন শেষে ইউরোপীয় পর্যটকদের জন্য খুলছে ইতালি। গ্রীষ্ম মৌসুমের শুরুতে দেশটির গুরুত্বপূর্ণ পর্যটন শিল্প চাঙ্গার আশায় ৪ জুন সীমান্ত খুলে দিয়েছে ইইউর তৃতীয় বৃহত্তম এ অর্থনীতি।

ভেনিসের খালগুলোয় ঐতিহ্যবাহী জলযান গন্ডোলা পর্যটকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ভেরোনার বিখ্যাত ব্যালকনিতে প্রেমিক-প্রেমিকারা ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ভূমিকা নিতে পারবে, গ্ল্যাডিয়েটর ভক্তরা রোমের কলোসিয়ামে গিয়ে সেলফি তুলতে পারবে। মহামারীতে এখনো ধুঁকতে থাকা দেশটিতে পর্যটকরা আসবে কিনা, এ নিয়ে অনেকেই আশঙ্কা করছেন।

করোনাভাইরাসে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে মারাত্মকভাবে আক্রান্ত ইতালি, যেখানে ৩৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ ঠেকাতে গত মার্চের শুরুতে কার্যকর লকডাউনে দেশটির অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে ভয়াবহ মন্দার সামনে দাঁড়িয়ে অর্থনীতি চাঙ্গায় পর্যটন খাত চালু করা জরুরি হয়ে পড়েছে। এজন্য দেশটি চাইছে যেন দ্রুতই পর্যটকরা ফিরে আসে। তবে এখনো অব্যাহত ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ফ্লাইটগুলো শুধু তিনটি প্রধান শহরে চালু হবে—মিলান, রোম ও ন্যাপলসে।