ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধের হুমকি দিল রাশিয়া

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে চাপে ফেলতে ইতোমধ্যে তেলের উপর অবরোধ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।যদি এ সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে বৈশ্বিক বাজারে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিমা দেশগুলো যদি তাদের তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে জার্মানিতে গ্যাস পাইপলাইনের প্রধান সরবরাহ বন্ধ করে দেওয়া হবে,এমনটা জানিয়েছে রাশিয়া।

এদিকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার নোভাক বলেছেন, ‘রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি অব্যাহত রাখলে বৈশ্বিক বাজারে বিপর্যয় ঘটে যাবে। বিশেষ করে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩০০ ডলার ছাড়িয়ে যাবে।

সমগ্র ইউরোপের মোট তেলের ৩০ শতাংশ আসে রাশিয়া থেকে। গতকাল যুক্তরাজ্যে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ পাউন্ড। যা বিগত ১৩ বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।