শিরোপা জিততে হলে ব্রাজিলের সাথে রেফারিকেও হারাতে হবে আর্জেন্টিনাদের

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

স্পোর্টস ডেস্কঃ ঠোঁটকাটা স্বভাবের জন্য সাবেক প্যারাগুইয়ান গোলরক্ষক হোসে লুইস চিলাভার্টের জুড়ি মেলা ভার। কোপা আমেরিকার ফাইনালের আগে যখন শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা, তখনই করে বসলেন আরেক বিতর্কিত মন্তব্য। জানালেন, শিরোপা জিততে হলে ব্রাজিলের সঙ্গে রেফারিকেও হারাতে হবে আর্জেন্টিনাকে।
প্যারাগুইয়ান কিংবদন্তির এ ক্ষোভের শুরু কোয়ার্টার ফাইনাল থেকে। পেরুর বিপক্ষে নকআউটের ম্যাচে সেদিন মুখোমুখি হয়েছিল তার দল। গুস্তাভো গোমেজের গোলে এগিয়েও গিয়েছিল ম্যাচের ১১ মিনিটে, এরপর সেই গোমেজই নিজেদের জালে জড়ান বল। বিরতির ঠিক আগে যখন ম্যাচটায় পিছিয়ে ছিল তার দল, গোমেজ মাঠ ছাড়েন লাল কার্ড দেখে।

চিলাভার্টের চোখে, সেই লাল কার্ড ছিল অযৌক্তিক। তিনি বলেন, ‘সে সেই ম্যাচে যা করেছে, তা ভয়াবহ ছিল। অন্যায্যভাবে সেদিন সে গোমেজকে লাল কার্ড দেখিয়েছিল।’ গোমেজকে সেই লাল কার্ড দেখানো রেফারি এস্তেবান অস্তোজিচকেই দেওয়া হয়েছে ফাইনালের দায়িত্ব, যেখানে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা পরিচালনা করার অভিজ্ঞতাসম্পন্ন রেফারি গিল মানজানো ছিলেন টুর্নামেন্টের রেফারিদের তালিকায়।

কনমেবলের বিপক্ষে এমন মন্তব্য অবশ্য নতুন কিছু নয়। গেল আসরের সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের নিশ্চিত দুটো পেনাল্টি আবেদন নাকচ হয়েছিল সেদিন, যার প্রথমটা থেকে বিল্ড আপেই মেসিরা হজম করেছিলেন প্রথম গোলটা। এরপর মেসি নিজে কনমেবলকে একহাত নিয়েছিলেন। বলেছিলেন, ব্রাজিলের হাতে শিরোপা তুলে দিতে সব যোগাড়যন্ত্র সেরে রেখেছে কনমেবল।

এবারও তেমন কিছুই ঝরে পড়ল চিলাভার্টের কণ্ঠে। তিনি বললেন, ‘তিনটা কিংবা চারটে ডিফেন্ডার ছিটকে দিয়ে মেসি তিন-চার গোল করছে, এ দৃশ্য দেখতে মুখিয়ে আছি। আর্জেন্টিনাকে জিততে হলে সেটাই করতে হবে। পঞ্চাশ-পঞ্চাশ সিদ্ধান্তগুলো যাবে স্বাগতিকদের পক্ষেই।’ এজন্যে মেসিদেরকে নিজেদের সামর্থ্যের দশগুণ বেশি ঢেলে দিতে হবে, মনে করেন এই কিংবদন্তি। তার কথা, ‘জিনিয়াস মেসি ও তার দলকে সেদিন নিজেদেরকে শতভাগ ঢেলে দিতে হবে।