ইভ্যালিতে একদিনে realme C3 অর্ডারের রেকর্ড

প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০

ই-কমার্স সাইট ইভ্যালিতে একদিনে যেকোন স্মার্টফোনের অনলাইন অর্ডারের ক্ষেত্রে পূর্ববর্তী সব রেকর্ড ভাঙল রিয়েলমি সি-থ্রি। মাত্র ৬ ঘণ্টার মধ্যে ৩ হাজার ইউনিটের বেশি অর্ডার পায় ইভ্যালি। এর ফলে এই ই-কমার্স সাইটে এক দিনে সর্বোচ্চ অর্ডারের রেকর্ড এটি।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গত ১৮ মে সি সিরিজের সর্বশেষ সংযোজন রিয়েলমি সি-থ্রি এক্সক্লুসিভভাবে ইভ্যালিতে বিশেষ মূল্যছাড়ে মাত্র ১০ হাজার টাকায় বিক্রি শুরু করে। তবে স্মার্টফোনটির খুচরা মূল্য ১০ হাজার ৯৯০ টাকা ।
বাংলাদেশে প্রথমবারের জন্য ট্রিপল ক্যামেরা, ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও শক্তিশালী হেলিও জি সেভেন্টি প্রসেসর দিয়ে রিয়েলমি সি-থ্রি অনলাইনে বিক্রি শুরু হয়। স্মার্টফোনটি এখন অফলাইন মার্কেটেও পাওয়া যাচ্ছে। দেশের বেশ কিছু স্মার্টফোনের দোকানে পাওয়া যাবে ফোনটি।
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এ বিষয়ে বলেন, ‘ইভ্যালিতে এক্সক্লুসিভভাবে লঞ্চ হওয়ার অল্প সময়ের মধ্যেই রেকর্ড সংখ্যক রিয়েলমি সি-থ্রি ডিভাইস বিক্রি হয়েছে। আমরা বিশ্বাস করি, এটা সম্ভব হয়েছে ইভ্যালিতে নিবন্ধিত ২.২ মিলিয়নের অধিক যে বিশাল এক লয়্যাল কাস্টমার বেইজ আছে তাদের জন্য। আমরা আশা করি গ্রাহকদের এমন সাড়ায় রিয়েলমি বাংলাদেশের বাজার নিয়ে আরো অনুপ্রাণিত হবে।’
একই সাথে আগামীতেও নতুন সব ডিভাইস বাংলাদেশের বাজারে আনতে রিয়েলমি ইভ্যালিকে বেছে নিবে বলেও আশা প্রকাশ করেন তিনি।