ঈদ করতে আসা ছেলের থেকে বাবা-মা করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

ঈদ করতে ঢাকা থেকে আসা ছেলের থেকে করোনায় আক্রান্ত হয়েছেন বাবা-মা। তাদের বাড়ি নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামে। বুধবার (৩ জুন) সকালে করোনায় আক্রান্ত আদম আলী (৬৫) ও তার স্ত্রী পারুল বেগমকে (৫৭) আইসোলশেনে নিয়েছে পুলিশ। আগে থেকে ছেলে উজ্জ্বল (৩২) আইসোলেশনে আছেন।

জানা যায়, ২০ মে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন ছেলে উজ্জ্বল। ঈদের সময় শ্বশুর বাড়ি কামারপুকুর ইউনিয়নের আইসঢালেও যায়। সে আগে থেকেই করোনা পজিটিভ ছিল। খবর পেয়ে ২৭ মে তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (১ জুন) রাতে রিপোর্ট পাওয়া যায়। এতে উজ্জ্বলের বাবা ও মায়ের করোনা পজিটিভ আসে। রাতেই স্বাস্থ্য বিভাগের লোকজন তাদের আইসোলেশনে নেওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। তারা বাড়িতেই আইসোলেশনে থাকার দাবি জানায়। পরে আজ বুধবার সকালে থানা পুলিশের সহযোগিতায়  তাদের আইসোলেশনে নেওয়া হয়।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ওই পরিবারের লোকজনকে চাপ প্রয়োগ না করে শুধু পরিস্থিতি সম্পর্কে ধারণা দিয়ে আইসোলেশনে নেওয়া হয়।
সবাই সতর্ক করে দিয়ে ওসি বলেন, একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। নিচে বাঁচুন এবং অন্যকে বাঁচতে সাহায্য করুন। না হলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো।