একদিনে রেকর্ড মৃত্যু, ভারতের পাশে দাঁড়াতে চাওয়া পাকিস্তানেই সংকট

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে সবচেয়ে প্রাণঘাতী দিন পার করল পাকিস্তান। গত মঙ্গলবার দেশটিতে প্রথমবারের মতো দুই শতাধিক মানুষ ভাইরাসজনিত কারণে মারা গেছেন। সংক্রমণের এমন ঊর্ধ্বগতির মুখে আবারও কঠোর লকডাউনের চিন্তা করছে ইমরান খানের সরকার।

এর আগে পাকিস্তানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৫৭ জন। সেটিও দেখা গিয়েছিল চলতি সপ্তাহেই।

দেশটিতে মঙ্গলবার নতুন করে ৫ হাজার ২৯২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট ৮ লাখ ১০ হাজার ২৩১ জন আক্রান্ত হলেন।

aj kal 24

সংক্রমণের পাশাপাশি আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারও পাল্লা দিয়ে বাড়ছে পাকিস্তানে। মঙ্গলবার এর হার ছিল ২ দশমিক ২ শতাংশ, যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ।

এনসিওসি জানিয়েছে, দেশটির ৬৩১টি হাসপাতালে মঙ্গলবার অন্তত ৬ হাজার ২৮৬ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। ইতোমধ্যে সেখানকার বড় হাসপাতালগুলোতে ৭০ শতাংশ ভেন্টিলেটর ও অক্সিজেন সুবিধা সম্পন্ন শয্যা রোগীদের দখলে রয়েছে।

ajkal 24

নিজ দেশেই রোগীদের পর্যাপ্ত চিকিৎসাসুবিধা নিয়ে সংশয় থাকলেও সম্প্রতি করোনায় বিপর্যস্ত প্রতিবেশী ভারতকে সহায়তা করতে চেয়েছে পাকিস্তান। গত শনিবার ইমরান খানের সরকার ঘোষণা দিয়েছে, তারা ভারতের প্রতি ‘সংহতির নিদর্শন’ হিসেবে ভেন্টিলেটর, ডিজিটাল এক্স-রে মেশিন ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ পাঠাতে চায়।

এক টুইটে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, পাকিস্তান সবার আগে মানবতায় বিশ্বাস করে বলেই এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

তবে গত সপ্তাহেই পাকিস্তানের বেশ কিছু জায়গায় অক্সিজেন সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলে সেখানকার পরিস্থিতিও ভারতের মতো হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বিশেষজ্ঞরা। এর মধ্যে অন্য দেশে সহায়তা পাঠানোর প্রস্তাব নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন তুলেছেন তারা।

চলতি সপ্তাহে সংক্রমণের ঊর্ধ্বগতির মুখে দেশটির বেশ কয়েকটি শহরে চলাচলে বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে। করোনাবিধি বাস্তবায়নে গত সোমবার পাকিস্তানের ১৬টি গুরুত্বপূর্ণ শহরে সেনাবাহিনী নামানো হয়েছে।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহায়ক ডা. ফয়সাল সুলতান জানিয়েছেন, মানুষজন সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরার মতো সতর্কতাগুলো না মেনে চললে ভবিষ্যতে এ ধরনের কড়াকড়ি আরও বাড়ানো হবে।

সূত্র: ডন, জিও টিভি