এফবিসিসিআই একটি ব্যাংক চায়

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি ব্যবসা প্রতিষ্ঠান গঠনের সুযোগ না থাকলেও নতুন একটি ব্যাংক, একটি বিমা প্রতিষ্ঠান ও একটি মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। রবিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিতব্য সংগঠনটির বোর্ড মিটিংয়ে এ বিষয়ে একটি প্রস্তাব তোলা হবে বলে জানা গেছে। বোর্ড সভায় প্রস্তাব অনুমোদন হলে গঠনতন্ত্র ঠিক করাসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে এফবিসিসিআই সূত্র নিশ্চিত করেছে।

রবিবার ২৫ এপ্রিল সংগঠনটির ২০১৯-২১ মেয়াদের বোর্ডের ৫ম নিয়মিত সভা ডাকা হয়। ওইদিন বিকল তিনটায় ভার্চ্যুুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে।