ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তালা থানার শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২


বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে তালা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তালা থানার পুলিশ।
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।”

সোমবার (৭ মার্চ) সকালে সারা দেশের ন্যায় নানা আয়োজনে তালা পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ সময় তারা উপজেলার সরকারী বে সরকারী ভাবে পালিত হয়েছে এই দিবসটি।

আজ ঐতিহাসিক ৭ ই মার্চ, স্বাধীকার থেকে স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে প্রদত্ত ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতির উদ্দেশ্যে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা ৯ মাসের একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশের ৩০ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে, মুক্তিকামী মানুষের আত্মোৎসর্গের বিনিময়ে অর্জিত হয় বাঙালি জাতির কাঙ্খিত সেই স্বাধীনতা । সৃষ্টি হয় বাংলাদেশ নামক একটি নতুন ভূখণ্ডের।
জয় বাংলা।

এ সময় তারা থানার পক্ষ থেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন এর নেতৃত্বে তালা থানার পুলিশ সদস্যরা। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান বাবু ঘোষ সনদ কুমার, তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন।