ওসি তালা এবার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)
অভিযোগ করতে আসা বৃদ্ধকে নিজ উদ্যোগে বাড়িতে পাঠানো ব্যাবস্থা গ্রহন করে এক অনান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খাঁন।

সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবেসে এমন মানবিক একটি ঘটনা ঘটেছে সাতক্ষীরার তালা থানায়।
সেবাই পুলিশের ধর্ম পুলিশ জনগণের বন্ধু কথাগুলোর উদাহরণ বাস্তবতায় তালা থানায় পুনরাবৃত্তি। জানা গেছে তালা থানার জালালপুর গ্রামের মৃত মোক্তার গাজীর পুত্র মোঃ ঈমান আলী গাজী (৮০) জীবনে এই প্রান্তিক লগ্নে এসে জমি-জায়গা সংক্রান্ত সমস্যা পড়েন। তার এই সমস্যা লাঘবের জন্য কোন রকম চলে আসেন তালা থানায়, তার উপস্থিতি জানার পর অফিসের ভিতর থাকে রীতিমতো বাইরে চলে আসেন তালা থানার মানবিক অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান।
এবং বৃদ্ধের অভিযোগ মনযোগ সহকারে শোনেন এবং যথাযথ আইনগত সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে অফিসার ইনচার্জ নিজ উদ্দোগ্যে উক্ত বৃদ্ধকে ভ্যান যোগে তার বাড়ী জালালপুর গ্রামে পৌছানোর ব্যবস্থা করেন।