কমে গেল পাম ওয়েলের দাম

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২২

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুর হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে দ্রুত বাড়তে থাকে ভোজ্য পাম ওয়েলের দাম দাম।এই তেলের দুই শীর্ষ রপ্তানিকারক ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। কিন্তু ইউক্রেনের সূর্যমুখী তেল বাজারে না আসায় ইউরোপীয়দের চাহিদায় এবং ইন্দোনেশিয়ার রপ্তানিতে বিধি-নিষেধ আরোপের ফলে পাম তেলের রেকর্ড দাম বৃদ্ধি পায়। কিন্তু সম্প্রতি ইন্দোনেশিয়া তাদের রপ্তানি বিধি-নিষেধ তুলে নেওয়ায় আবারও পড়তে শুরু করেছে এ তেলের দাম।

ইন্দোনেশিয়ায় কম্পানিগুলোর পাম তেল রপ্তানির ৩০ শতাংশ দেশের বাজারে বিক্রি করার বাধ্যবাধকতা ছিল। এখন সেই শর্ত তুলে দিয়ে রপ্তানি কর বাড়িয়ে দিয়েছে দেশটির সরকার। এতে দাম পড়ছে। এ ছাড়া চীনে নতুন করে করোনা সংক্রমণ শুরু হওয়ায় দেশটিতে চাহিদা কমার আশঙ্কা করছে মালয়েশিয়ান পাম ওয়েল বোর্ড। এতে আগে থেকেই নিম্নমুখী প্রবণতায় এ তেলের দাম।