করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০৭ বছরের ইরানি নারী

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

ইরানের আধা-সরকারি ফার্স বার্তা সংস্থা রোববার একথা জানিয়েছে।

ইরানের আরাক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভাইরাস আক্রান্ত আকবারিকে।

কিছুদিন আইসোলেশনে থেকে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশ করোনাভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানেই ভাইরাস সংক্রমণ সবচেয়ে ভয়াবহ।

দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১,৩৩,৫২১ জন এবং মারা গেছে ৭ হাজার ৩৫৯ জন।

কোভিড-১৯ সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বয়স্ক এবং শিশুরা। তার মধ্যে ৬০ বছরের বেশি বয়সীদের এ ভাইরাসে মৃত্যুহার বেশি।

সেদিক থেকে ১০৭ বছরের এই নারীর করোনাভাইরাস জয় আশার আলো জাগিয়েছে।