কালীগঞ্জে লুঙ্গি পরে বই বিতরণ করলেন বিদ্যালয়ের সভাপতি

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

বছরের প্রথম দিন সারা দেশেই বই বিতরণ করা হয়। কোমলমতি শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরে বই নিলেও ম্যানেজিং কমিটির সভাপতি বই বিতরণ করলেন লুঙ্গি পরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লুঙ্গি পরে বই বিতরণের এমন ছবি ভাইরাল হওয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এমনই ঘটনা ঘটেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালগাছি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোবারক আলী লুঙ্গি পরে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। কিন্তু শিক্ষার্থীরা সবাই স্কুল ড্রেস পরিধান করে বিদ্যালয়ে আসে। এ সময় ম্যানেজিং কমিটির আরেক সদস্য শাহ আলমও লুঙ্গি পরিধান অবস্থায় বই বিতরণের সময় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে স্কুলটির প্রধান শিক্ষক মোমেনা খাতুন বলেন, বই বিতরণের দু’দিন আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্য সদস্যদের জানানো হয়েছিল। কিন্তু উনি কি কারণে লুঙ্গি পরে অনুষ্ঠানস্থলে এলেন জানি না। বিষয়টি বিব্রতকর হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা বলেন, সভাপতি সাহেবের পোশাকের ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল।