কেজি উঠেছে ৬৫০, মাংসের দোকানে ভিড়

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মে ১৩, ২০২১

ঈদের দিনের রসনাবিলাসে মাংস যেন অপরিহার্য, তাই মাংসের দোকানে ভিড় জমেছে ক্রেতাদের। ঈদের আগের দিন বৃহস্পতিবার (১৩ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে মাংসের দোকানগুলোতে ভিড় দেখা গেছে।

চাহিদা বাড়ার সুযোগে অসাধু মাংস ব্যবসায়ীরা দামও বাড়িয়ে দিয়েছেন। কোনো কোনো বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে। যা একদিন আগেও ছিল ৫৮০ থেকে ৬০০ টাকা। যদিও রমজানের মধ্যে ৫৫০ টাকা কেজি দরে মাংস বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিলেন মাংস ব্যবসায়ীরা।

শুক্রবার (১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন সেমাই, পায়েস, মিষ্টান্ন, কোর্মা, পোলাও, খিচুড়িসহ নানান পদের মুখরোচক খাবার রান্না হবে ঘরে ঘরে।

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল, রায়েরবাগ, শনির আখড়া ঘুরে গরুর মাংস বিক্রির দোকানগুলোতে ভিড় দেখা গেছে। একটু জিরানোর ফুসরৎ নেই মাংস বিক্রেতাদের। কে কার আগে মাংস নেবেন ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে।