খাগড়াছড়িতে জেলা কৃষক লীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষক লীগ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৬আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষ চারা রোপন ও বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি পালনের শুভ উদ্বোধন করা হয়।বৃক্ষ রোপন কর্মসূচির প্রতিপাদ্যের বিষয় ছিল”গাছ লাগান পরিবেশ বাঁচান”।

এসময় বৃক্ষরোপণ কর্মসূচির- ২০২১ শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃনা চাকমা’ এবং জেলা আ’লীগ’সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খোকন চাকমা জানান, আমরা এ বছর ৯হাজার চারা বিতরণে কর্মসূচি হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আজকে ৫০০টি চারা বিতরণ করা হয়েছে। তারমধ্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়কে ১০০টি চারা দিয়েছি।