খাগড়াছড়িতে বেসরকারি শিক্ষক ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১


খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে করোনায় লকডাউনে অসহায় ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট ) সকাল ১১টা ৩০ মিনিটে পেরাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্র দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

এসময় পেরাছড়া ইউনিয়নের অধীনে ০৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩জন শিক্ষকদের মাঝে ২০০০টাকা করে এবং ৬১২টি অসহায় পরিবার কে ৫০০টাকা করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

বিতরণকালে পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও তদন্ত কর্মকর্তা শুভায়ন খীসা।

বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চনিতা ত্রিপুরা ও নয়ন তারা চাকমা, সদস্যবৃন্দের মধ্যে কিশোর ময় ত্রিপুরা, সরলাল ত্রিপুরা, জ্যোৎস্না কান্তি ত্রিপুরা, ম্রাস্রাথোয়াই মারমা, খোকন বিকাশ ত্রিপুরা, সোনামনি চাকমাসহ আরো অনেকে।