খাগড়াছড়ির জেলা প্রশাসককে জড়িয়ে এস এ টিভির অপপ্রচার ও ভিত্তিহীন রিপোর্ট এর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

খোকন বিকাশ ত্রিপুরা(জ্যাক),খাগড়াছড়ি:-

খাগড়াছড়িতে জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস মহোদয়কে কে জড়িয়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এস,এ টেলিভিশনের অপপ্রচার,ষড়যন্ত্র, মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন রিপোর্টের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলাবাসী।

আজ সোমবার(২৮জুন ২০২১খ্রি:)সকাল ১১টায় খাগড়াছড়ি সদর শাপলা চত্বরে সচেতন খাগড়াছড়িবাসীর উদ্যোগে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এস,এ টিভির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।গত ২৬শে জুন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস মহোদয়কে জড়িয়ে এস,এ টিভি (SA.TV)’র মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট খবর প্রকাশের বিরুদ্ধে জেলার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।মানববন্ধন অংশগ্রহণ করেছেন রক্তদাতা সংগঠন,বরক ব্লাড ব্যাংক,খাগড়াছড়ি,গ্রীণ ভয়েস,পার্বত্য চট্টগ্রাম,খাগড়াছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন,জাগো সংগঠন,খাগড়াছড়ি,জেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা,সনাতন ছাত্র যুব পরিষদ,কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব,খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি,জেলা ক্রীড়া সংস্থাসহ আরো অনেক সংগঠন মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।

এসময় মো: মেহেদি হাসানের সঞ্চালনায় সংহতি প্রকাশ করেন জাগো সংগঠন,খাগড়াছড়ি,র সভাপতি জনাব নয়ন বড়ুয়া(জেসন),খাগড়াছড়ি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জনাব মোঃ আবু তাহের,
খাগড়াছড়ি পার্বত্য জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক জনাব রনজিৎ দে,সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব স্বপন ভট্টাচার্য,কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব,খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক(সেক্রেটারী)জনাব প্রদীপ চৌধুরী,খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নূর,এডভোকেট জনাব হেমন্ত ত্রিপুরা,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আয়োজক কমিটির কমিটির সমন্বয়ক জনাব মোঃ শাহাদাৎ হোসেন কায়েস,প্রতিবাদ সমাবেশের প্রধান আয়োজক ও সভাপতি জনাব মোঃ নাজিম উদ্দিন।

এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তারা বলেন,খাগড়াছড়ি জেলাবাসীর কাছে মানবিক জেলা প্রশাসক খ্যাত জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস মহোদয়কে নিয়ে এস,এ পরিবহন মালিকানাধীন,বেসরকারি স্যাটেলাইট চ্যানল এস,এ টিভি ভুল রিপোর্ট, মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন রিপোর্টের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।অতিদ্রুত মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে ক্ষমা চাইতে বলেন বক্তারা।যদি এস,এ টিভির দালাল রিপোর্টার জেলা প্রশাসকের কাছে ক্ষমা না চান,তাহলে ভবিষ্যতে আরো কঠোর থেকে কঠোরতর কমর্সূচির হাতে নিতে বাধ্য হবো।এস,এ টিভির বয়কটসহ এই টিভির বিরুদ্ধে জেলা বাসিন্দাদের যা যা করণীয় সেটা করবে বলে জানান,তখন এর দায় জেলাবাসী নেবে না।এস,এ টিভিকেই এর বহন করতে হবে।

প্রসঙ্গত:গত ২৬ জুন ২০২১খ্রি: খাগড়াছড়ি বাসীর কাছে মানবিক জেলা প্রশাসক নামে খ্যাত মাননীয় জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস কে জড়িয়ে বেসরকারি স্যাটেলাইট এস,এ টিভির অপপ্রচার,মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক রিপোর্ট করা হয়।যা এই রকম ভিত্তিহীন রিপোর্ট দেখে খাগড়াছড়ি জেলাবাসী অবাক হয়ে যায়।এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা,বানোয়াট রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে।তখন থেকে এস,এ টিভির বয়কটের ডাক ও প্রতিবেদক কে প্রকাশ্যে জেলা প্রশাসকের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান খাগড়াছড়ির সচেতন নাগরিকেরা।