খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

করোনা সংকট মোকাবেলায় খাগড়াছড়ি জেলা সদরে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বুধবার (১৪জুলাই ২০২১খ্রিঃ) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে সদর জোনের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় লকডাউনে কর্মহীন, অসহায় ও দুস্থ সহ ১৮০ পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়।

সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লে. কর্নেল তৈফিকুল বারি।এসময় কাগড়াছড়ি জোন কমান্ডার জানান, করোনা মহামারির শুরু থেকে দেশের সংকটময় মুহুর্তে বাংলাদেশ সেনাবাহিনী জনগনের সেবায় সব সময় এসব মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং রাখবে।

মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল,প্রত্যেককে ১কেজি করে ডাল, আলু, পেঁয়াজ, এক লিটার ভোজ্য তেল, ৫০০ গ্রাম চিনি ও লবন বিতরণ করা হয়।