খাল খননের কমিটি নিয়ে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থকদের মারমুখী অবস্থান

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩


মোঃ আহসান হাবিব শিমুল (আদমদীঘি, বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মারমুখী অবস্থানের কারনে পন্ড হয়ে গেছে একটি কমিটি গঠন সভা। এলাকার খাল খনন সংক্রান্ত প্রকল্পের সুবিধাভোগী তালিকাভুক্তি করণে সোমবার সাংগঠনিক কমিটি গঠনের সভা নিয়ে ঘটেছে এই ঘটনা।

জানা গেছে, উপজেলার সান্তাহার ইউনিয়নে ‘ছাতনী-ঢেকড়া-রক্তদহ বিল উপ-প্রকল্প’ নামক প্রকল্প বাস্তবায়ন করার জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাল খনন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ওই প্রকল্প বাস্তবায়নের নীতিমালা মোতাবেক প্রাথমিক প্রক্রিয়া হিসাবে একটি সাংগঠনিক কমিটি গঠন করতে হবে। তিন মাস মেয়াদের ৯ সদস্য বিশিষ্ট এই অস্থায়ী সাংগঠনিক কমিটি প্রকল্প এলাকার প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রনয়ণ করবেন। তালিকাভুক্ত সুবিধাভোগীদের নিয়ে গঠন করা হবে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি(পাবসস)। নবগঠিত পাবসস উপজেলা সমবায় অধিদপ্তরে নিবন্ধিত হবেন। নিবন্ধন প্রাপ্তির পরে সমবায়ের সকল আইন মোতাবেক পরবর্তীতে পাবসস পরিচালনা কমিটি করতে হবে। এর পর নির্বাচিত পাবসস কমিটি, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তর খাল খনন প্রকল্প বাস্তবায়ন করার জন্য পরবর্তী সকল কার্যক্রম পরিচালনা করবেন। এ সকল প্রক্রিয়ার সর্বপ্রথম প্রক্রিয়া হিসাবে প্রকল্প এলাকার সর্বজন গ্রহণযোগ্য সুধিদের নিয়ে সাংগঠনিক কমিটি গঠন করার জন্য এলজিইডি’র ডাকা সভার নির্ধারিত দিন ছিল সোমবার। সভাস্থল ছিল সান্তাহার হেলালিয়া রেলওয়ে স্টেশন এলাকায়। এদিকে, এই সাংগঠনিক কমিটিতে পছন্দের লোক যাতে স্থান পায় সেজন্য সান্তাহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি এবং সাবেক চেয়ারম্যান এরশাদুল হক সরদার টুলু’র সমর্থকরা মুখোমুখী অবস্থান নেয়। সারা দিন ধরে চলা সভায় কমিটি গঠনে নয়জনের মধ্যে সাতজন মান্যগন্য ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়। নাম চূড়ান্ত হওয়া এসব ব্যক্তি সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলু’র সমর্থক বলে দাবী করেন এবং তাদের মেনে নেয়ার ক্ষেত্রে বেঁকে বসেন বর্তমান চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। ফলে কমিটি গঠন প্রক্রিয়া পন্ড হয়ে যায়। এমন অবস্থায় সভায় উপস্থিত বগুড়া জেলা এলজিইডি’র সিনিয়র সহকারি প্রকৌশলী আলী হোসেন এবং আদমদীঘি উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা সভাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার মোবাইলে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে আদমদীঘি উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাবেক চেয়ারম্যান টুলু ঘটনার সত্যতা স্বীকার করে মোবাইল ফোনে বক্তব্য দিলেও বর্তমান চেয়ারম্যান তৃপ্তি ফোন কল রিসিভ করেননি।