গুরুদাসপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু চুরির অভিযোগ।

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

 

নিজস্ব প্রতিনিধি।

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি শিশু কন্যা চুরির অভিযোগ উঠেছে। আজ সকালে শিশুটির চুরি যায়। পুলিশ অপরাধীকে ধরতে ও শিশু উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে, মশিন্দা মাঝপাড়া গ্রামের মোঃ তফিজ উদ্দিন এর স্ত্রী সিমা খাতুন তার ০২ মাসের শিশু কন্যা তাইবাকে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য আসেন।

বহির্বিভাগে লাইনে ভিড় থাকায় পাশে থাকা অজ্ঞাত এক মহিলা সিমা খাতুনকে বলে আপা আপনার বাচ্চা আমার কোলে দেন আপনি ডাক্তার দেখিয়ে আসেন। পরে সিমা খাতুন সরল বিশ্বাসে তার শিশু কন্যা তাইবাকে অজ্ঞাতনামা মহিলার কোলে দিয়ে ডাক্তার দেখানোর জন্য যায়। কিছু সময় পর সিমা খাতুন ডাক্তার না দেখিয়ে ফিরে এসে দেখেন অজ্ঞাত মহিলা শিশুকন্যা তাইবা সহ নাই।

গুরুদাসপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আমরা সিসিটিভি ফুটেজ বিচার-বিশ্লেষণ করছি খুব দ্রুত শিশুটিকে উদ্ধার করতে পারব বলেও জানান তিনি।