গ্যাসের দাম একশ শতাংশেরও বেশি বাড়ানোর প্রস্তাব তিতাসের

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২

দ্রব্যমূল্যের উর্ধ্ব গতিতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ এর মধ্যে এল গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব।গ্যাসের দাম একশ ভাগেরও বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস। রাজধানীবাসীর রান্নার এক চুলা ২ হাজার এবং দুই চুলা ২ হাজার ১০০ টাকা করার পক্ষে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৩ মার্চ) সকালে গণশুনানিতে ১১৭ শতাংশ দর বৃদ্ধির সুপারিশ করে তিতাস। একই হারে বাড়তি দরের প্রস্তাব সিএনজি, কলকারখানাসহ অন্যান্য খাতের জন্যও।

শুনানির শুরুতে বিইআরসি চেয়ারম্যান বলেন, গ্যাসের দাম বাড়লে সব ক্ষেত্রেই তার প্রভাব পড়বে। তাই যৌক্তিকতা বিবেচনার আহবান জানান তিনি।