চট্টগ্রামে মেডিকেল অক্সিজেনের বদলে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে অক্সিজেন সিলিন্ডার ব্যাবহার করা হয়।
কিন্তু চাহিদা বাড়ায় দামও দ্বিগুন হয়ে যায় সিলিন্ডারের। ১৬ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়।
তাও সবসময় বেশি দামেও পাওয়া যাচ্ছে না।
এরই মধ্যে চট্টগ্রামে দেখা যায় মেডিকেল অক্সিজেনেরর পরিবর্তে ব্যাবহার করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন।যা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর।
এ নিয়ে উদ্যেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন শরীরের জন্য যেমন ক্ষতিকর তেমনি এর বিস্ফোরক এর ঝুঁকি তো আছেই।
সিভিল সার্জন ডা: শেখ ফজলে রাব্বি জানান,ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দিলে রোগী মারাও যেতে পারে।
ভ্রাম্মমান আদালত এ বিষয় মনিটরিং করছে।
ব্যবসায়ীরা জানায়, “আমরা এ বিষয়ে কিছু জানি না।
ফ্যাক্টরি আমাদের যা দেয় আমরা তাই বিক্রি করি।”
এ বিষয়ে আরো বেশি মনিটরিং কার্যক্রম চান বিশেষজ্ঞরা।